বঙ্গবন্ধুর বেদীতে জুতা পায়ে ছাত্রলীগের ফটোসেশন!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৪ জানুয়ারী ২০২৩

---ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে  পাথরঘাটায় বঙ্গবন্ধুর বেদীতে জুতা পায়ে  পুষ্পমাল্য অর্পণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণের সময় জুতো পায়ে ছবি তোলায় ব্যস্ত ছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ বিষয়টি অশোভন বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রলীগের নেতারা।


সারাদেশের মত বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  উপজেলা ছাত্রলীগ। বুধবার সকাল আটটায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ নেতা কর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিতে যায়। এসময় জুতা পায়ে সজীব নামে ছাত্রলীগের কর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থানের জুতা পায়ে উপজেলা ছাত্রলীগের নেতাদের ছবি তুলছে। এসময় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী, সাধারণ সম্পাদক আহমদ সুজন, পৌর ছাত্রলীগ সভাপতি শাহজাদা আহমেদ, কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সবুজকে দেখা গেছে। তবে জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থলে ঘুরে ঘুরে ছবি তোলার বিষয়ে কোনো নিষেধ বা বাধা দেয়নি কেউ। এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মীকে ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গেছে।


পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান সোহাগ জানান বঙ্গবন্ধু আমাদের আদর্শ, শেখ হাসিনা আমাদের আদর্শের প্রতীক। তাদের হাতে গড়া সংগঠনের নেতাকর্মীদের থেকে এমন ঘৃণিত আচরণ মানা যায় না। সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এনামুল হোসেন এ ঘটনাটি নেককার জনক বলেছেন।


এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে কে কিভাবে একাজটি করছে তা তিনি দেখেননি। তবে কাজ করতে গেলে ভুল হতে পারে বলে জানিয়েছেন এই ছাত্রলীগের নেতা।


তবে প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় এক ফটোগ্রাফারকে জুতা পায়ে দিয়ে বিভিন্ন ভঙ্গিতে উপজেলা ছাত্রলীগের নেতাদের ছবি তুলেছে। এসময় সকল নেতাকর্মীদের হাস্যজ্জল দেখা গেছে।


এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করীম রেজা বলেন, যদি এমনটা হয়ে থাকে অবশ্যই দুঃখজনক। ছবি দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)