বিষখালী নদী থেকে হরিণের মাথা, শিং, চামড়া ও পা উদ্ধার
বরগুনার পাথরঘাটায় বনের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় হরিণের ২ টি মাথা, ৯ টি চামড়া, ১১ টি পা, ৪ টি লেজ ও ৪ টি শিং জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বিষখালী নদী মোহনা লালদিয়া চরের বন থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো জব্দ করেন।
কোস্টগার্ডের দক্ষিন জোন পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি বিষখালী নদী পথে কিছু আসাধু লোক হরিণ শিকার করে পাচার করছে। এমন সংবাদের বিত্তিতে বিষখালী নদীর মোহনা লালদিয়া চরের বনে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় হরিণের ২ টি মাথা, ৯ টি চামড়া, ১১ টি পা, ৪ টি লেজ ও ৪ টি শিং উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এগুলো হরিণ পাচারকারীরা হরিণ শিকার করে অনেক আগেই ফেলে রেখে গেছে। পরে জব্দকৃত হরিণের চামড়া, মাথা, পা, শিং ও লেজ পাথরঘাটা বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়।