পাথরঘাটায় টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্নহত্যা
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যের কোন এক সময় সে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করে।
কুলসুম আক্তার মিতু হাতিমপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। সে টেস্ট পরীক্ষায় ৮ টি বিষয়ে ফেল করার কারনে এঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
স্বজনদের বরাত দিয়ে থানা পুলিশ জানান, সকাল সকাল ৮টার দিকে পরিবারের অন্য সদস্যদের সাথে এক সাথে সকালের নাস্তা করে মিতু। এরপর সে ঘরেই ছিল। পরে সকাল দশটার দিকে মিতুকে ঘরের দোতলায় ঝুলন্ত অবস্থায় মিতুর মা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় রা এসে দেখে পাথরঘাটা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, মিতুর সঙ্গে ঠিক কি ঘটেছে তা আমাদের জানা নেই। তবে গতকাল বুধবার আমাদের স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। মোট ৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এতে উত্তীর্ণ হয় ৬১। যে ১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, মিতু তাদের একজন। মোট ১০টি পরীক্ষার মধ্যে মিতু ৮ বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থী মিতুর লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। তবে গলায় দাগ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাত্র পেলে পরবর্তীতে ব্যাবস্থা নেয়া হবে।