ভ্রাম্যমান আদালতপাথরঘাটায় ৪মন হাঙ্গরের শুটকি জব্দ, ৪জনকে জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:৫৪ পিএম, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:০৭ এএম, ৬ এপ্রিল ২০১৮

ট্রাকে জব্দ করা শুটকিপাথরঘাটায় হাঙ্গর মাছের শুটকি ট্রাকে পাচার কালে ৪মন শুটকিসহ ৪জনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধা ৭টার দিকে সদর ইউনিয়নের কোড়ালিয়া থেকে এগুলো জব্দ করা হয়। পরে রাত ৯টার দিকে পাথরঘাটার কাস্টগার্ড স্টেসনে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, খুলনা জেলার সোনাডাঙ্গার সালাম জোমাদ্দারের ছেলে জাকির হোসেন, পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার মো. ইউনুসের ছেলে লিমন, পৌরশহরের ১নম্বর ওয়ার্ডের আ. সোমেদের ছেলে রাজু, আফেজ উদ্দিনের ছেলে ইসমাইল, মৃত সুরত মল্লিকের ছেলে জালাল।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে বলেন, হাঙ্গর মাছের শুটকি ট্রাকে পাচার কালে কোড়ালিয়া থেকে কোস্টগার্ড জব্দ করে। ট্রাকে অবৈধ হাঙ্গরের শুটকি বহন করায় ড্রাইভার ও হেলপারসহ ৬জনকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জব্দ শুটকি গুলো পুরে ফেলা হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)