জিমেইলে কিভাবে ফোন নম্বর সংরক্ষণ করবেন?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

জিমেইলে ফোন নম্বর সংরক্ষণসাধারণত আমরা জিমেইলের মাধ্যমে মেইল আদান-প্রদান করি। মেইল আদান-প্রদান ছাড়াও জিমেইলের মাধ্যমে গ্রহণ করা যায় অনেক সুবিধা। এমনই একটি সুবিধা হলো-জিমেইলের মাধ্যমে ফোন নম্বর সংরক্ষণ করা।

মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা সিম কার্ডটি নষ্ট হলে মোবাইলের সব নম্বরই হারিয়ে যাবে। এজন্য আপনি নম্বরগুলো স্মার্টফোন থেকেই জিমেইলে মোবাইল নম্বর সংরক্ষণ করতে পারেন।

এ জন্য আপনার স্মার্ট ফোনের কন্টাক্ট লিস্টে গিয়ে মোর অপশনে ক্লিক করুন। এর পর সেখান থেকে এক্সপোর্ট/ ইমপোর্টে ক্লিক করুন। সেখানে আপনার জিমেইলের অ্যাড্রেসের একটি অপশন পাবেন এবং এটাতে ক্লিক করুন। এখন আপনার নম্বরগুলো কপি করে জিমেইলে সংরক্ষণ করুন। এখন থেকে নম্বর জিমেইলেই সংরক্ষণ করুন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)