সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে প্রবাসীর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২১ এএম, ১৬ এপ্রিল ২০১৮

এই ছবিটি প্রতিকীসড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী টানা দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

জানা গেছে, গত ৬ এপ্রিল বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ডের কাছে মোটর সাইিকেল চালাচ্ছিলেন সাইফুল। এ সময় ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় গুরুতর আহত হন সাইফুল। এ ঘটনায় আহত হয় আরো পাঁচজন।

নিহতের নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি হরিসেনা গ্রামের সাহাবুদ্দিন তালুকদারের প্রবাসী পুত্র।

আহত সাইফুল ইসলামসহ চারজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সাইফুল ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢাকার উত্তরা ক্রিসেন্ট হসপিটালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মৃত্যুবরণ করেন সাইফুল ইসলাম।

আড়াই বছর আগে সরকারিভাবে লটারী বিজয়ী হয়ে সাইফুল ইসলাম মালেশিয়া গিয়েছিলেন। দুইমাস আগে ছুটিতে বাড়িতে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষে গত ১১ এপ্রিল তার মালেশিয়ায় ফেরার কথাছিলো।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)