৫ জেলেকে নদীতে ফেলে ট্রলার লুট

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

ট্রলার লুট
অনলাইন ডেস্কঃ সুন্দরবনে জলদস্যুরা ৫ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দিয়ে একটি ট্রলার লুট করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কচিখালীর মধ্যবর্তী দরজারখাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মো. জাকির হোসেন জানান, মাছ ধরতে যাওয়ার পথে রাত ৩টার দিকে ১০-১৫ জন অস্ত্রধারী জলদস্যুরা ট্রলারে হামলা করে। ট্রলারে থাকা মো. রুবেল (৩২), মো. বাচ্চু মুন্সি (৩৫), মো. কালু মিয়া (২৮), মো. বাবুল (৩০) ও আ. ছালামকে (৪৮) আগ্নেয়াস্ত্র দিয়ে পিটিয়ে ট্রলার থেকে নদীতে ফেলে দেয় জলদস্যুরা। এ সময় ট্রলার, ট্রলারে থাকা মাছ ও জালসহ রসদসামগ্রী নিয়ে সাগরের দিকে চলে যায়। পরে জেলেরা সাঁতার কেটে সুন্দরবনের চান্দেশ্বর বন বিভাগের ক্যাম্পে যায়। সেখানে আহত জেলেদের প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করা হয়।

কচিখালী ক্যাম্পের পেটি অফিসার মো. রুহুল আমিন জানান, সুন্দরবনের দরজারখাল, চান্দেরশ্বরসহ বিভিন্ন খালে অভিযান চালানো হয়েছে, এখন পর্যন্ত ২টি ট্রলার উদ্ধার করে ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু জলদস্যুদের আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)