বিয়ের বরযাত্রীর বাস খাদে, শিশুসহ আহত ৫০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

খাদে পরা বাসবাগেরহাটের চিতলমারীতে বিয়ের বরযাত্রীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে শিশুসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাকিদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়ার একটি বিয়ে বাড়ি থেকে বরযাত্রীর বাস একই উপজেলার বারাশিয়া গ্রামের কন্যার বাড়িতে যায়। সেখান থেকে বিয়ের ভোজের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে রাত নয়টার সময় উপজেলার বড়বাড়িয়া মুন্সিপাড়া ফকির বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, উপজেলার বারাশিয়া এলাকার কন্যার বাড়ি থেকে বিয়ের বরযাত্রীর লোকজন খাবার শেষ করে বাড়ি ফেরার সময় বড়বাড়িয়া ফকির বাড়ি নামক স্থানে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটও চিতলমারী থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)