যেই গ্রামে দুই বউ সব পুরুষের!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

এই ছবিটি প্রতিকীভারতের রাজস্থান রাজ্যের বার্মের জেলায় অবস্থিত একটি গ্রামের নাম। সব মিলিয়ে ওই গ্রামে ৭০টি পরিবার বসবাস করে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে গ্রামে প্রত্যেক পুরুষেরই দু’জন করে স্ত্রী রয়েছে। এমন আশ্চর্য প্রথার পেছনে রয়েছে অন্য এক কাহিনী।

জানা যায়, ওই গ্রামে সবমিলিয়ে ৬০০ মানুষের বাস। সবাই ইসলাম ধর্মাবলম্বী। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দু’জন করে স্ত্রী থাকার কারণ কিন্তু ধর্ম নয়। এর পিছনে রয়েছে ভিন্ন বিশ্বাস। সেই বিশ্বাসটি একেবারেই আজব। সে গ্রামে কারোই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসে না!

কোনো ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু এমনটাই নাকি ঘটে আসছে বহু বছর ধরে। গ্রামবাসীদের দাবি অন্তত সেটাই।

দ্বিতীয় বিয়েতে প্রথম পক্ষের স্ত্রীদের কোনো ক্ষোভ থাকে না। তারাই অপত্যস্নেহে মানুষ করেন দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তান। তবে ঠিক কী কারণে প্রথম পক্ষের স্ত্রীদের ক্ষেত্রে এরকমটা ঘটে তা এখনো জানা যায়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)