তালতলীতে কাঠ বোঝাই ট্রলারসহ আটক-১

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

ফাইল ছবিতালতলী প্রতিনিধিঃ
তালতলীতে রবিবার গভীর রাতে নিদ্রারচর স্লুইজের খাল থেকে কেওড়া ও বাইন গাছ বোঝাই একটি ট্রলারসহ ১জনকে আটক করা হয়েছে।

জানাগেছে, উপজেলার ছকিনা ফকির হাটের খালের গোড়ার দিকে আশার চর এলাকার সংরক্ষিত বনের কেওড়া ও বাইন গাছ কেটে ট্রলার বোঝাই করে নিয়ে যায় বন দস্যুরা। গোপন সংবাদের ভিত্তিতে বন রক্ষীরা ট্রলার ধাওয়া করলে দস্যুরা নিদ্রারচর স্লুইজের খালের ভিতরে আশ্রয় নেয়। সেখানে গাছ বোঝাই ট্রলার ও ট্রলারের মাঝি শাহজাহান জোমাদ্দারকে আটক করা হয়। ট্রলারে থাকা অন্য দু’জন পালিয়ে যায়।

তালতলী রেঞ্জ কর্মকর্তা সামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫.৭৫ ঘনফুট কেওড়া ও বাইন গাছ সহ একটি ছোট ট্রলার আটক করা হয়েছে। এ সময় ট্রলারে থাকা তিনজনের মধ্যে মাঝি শাহজাহান জোমাদ্দারকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)