পাথরঘাটায় ইটভাটায় জরিমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

---পাথরঘাটা নিউজ ডেস্কঃ

পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় মেসার্স আল মামুন এন্টার প্রাইজ নিবন্ধনবিহীন পরিচালনার দায়ে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. হুমাযুন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুন কবির বলেন, মেসার্স আল মামুন এন্টার প্রাইজের নিবন্ধন না থাকায় এর মালিক বরগুনা পৌর মেয়র মো. শাহাদাৎ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তার ইটভাটাকে নিবন্ধন করার জন্য আগামী ২০ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে। এর মধ্যে নিবন্ধন না করেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)