তালতলীতে নারীকে মারধরের অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ৬ মে ২০১৮

ফাইল ছবিতালতলী প্রতিনিধঃ
তালতলী উপজেলার চান্দখালী গ্রামের মোশারেফের স্ত্রী জাকিয়া (৪৫) কে এক নারীকে বেদরক মারধর করেছে চাচাত জাল পিয়ারা বেগম ও শাহিনুর। আহত জাকিয়া আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৫ মে) সন্ধ্যায় আমতলী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া বেগম পাথরঘাটা নিউজকে জানান, চাচী শাশুড়ী সাফিয়া (৭০)কে তার পুত্র আফজালের স্ত্রী পিয়ারা বেগম ও নজরুলের স্ত্রী শাহিনুর বেগম শবেবরাতের রাতে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয়। এ সময় জাকিয়া তার চাচী শাশুরী সাফিয়া বেগমকে আশ্রয় দেন। সাফিয়াকে আশ্রয় দেয়ার অপরাধে তার পুত্র বধু পিয়ারা বেগম ও শাহিনুর বেগম মিলে একই বাড়ীর মোশারেফের স্ত্রী জাকিয়া বেগমকে বেধরক মারধর করে। এতে জাকিয়া গুরুতর অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানার জন্য মোবাইল ফোনে না পেয়ে সাংবাদিকরা পিয়ারা বেগম ও শাহিনুর বেগমের বাড়ী গেলেও তাদের সাথে যোগাযোগের করা যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত জাকিয়ার পরিবার সূত্রে জানা যায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)