চুরির অপবাদে কিশোরকে হাতুড়িপেটা!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫১ এএম, ১০ মে ২০১৮ | আপডেট: ১১:০৬ এএম, ১০ মে ২০১৮

আহত হাবিবল্যাপটপ চুরির অপবাদ দিয়ে চাঁদপুরের কচুয়া পৌরসভার করইশ গ্রামে হাবিব (১৫)নামে এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের বাসিন্দা মো.রাসেল ও সোহাগ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

মঙ্গলবার (৮ মে) বিকালে এ ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত হাবিব কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়,হাবিবের বাবা হাবিবকে মঙ্গলবার বিকালে ১০ হাজার টাকা দিয়ে বিশ্বরোড এলাকার একটি আড়ত থেকে ফল আনতে পাঠান।এ সময় কৌশলে হাবিবকে একটি নির্জন বাড়িতে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে হাবিবকে রক্তাক্ত জখম করে রাসেল ও সোহাগ।পরে আশপাশের লোকজন টের পেয়ে কচুয়া থানা পুলিশের সহায়তায় ওই দিন সন্ধ্যায় হাবিবকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন জামাল হোসেন।

ওসি জানান, আমরা খবর পেয়ে হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছি। চুরি হওয়ার কোনও অভিযোগ আমরা এখনো পাইনি। হাবিবের পরিবার থেকেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে হাতুড়িপেটার বিষয়টি তদন্ত করা হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)