একজনকে নয় গোটা আলেম সমাজকে লাঞ্ছিত করেছে দুষ্কৃতিকারিরা: এনায়েত উল্যাহ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৪ মে ২০১৮ | আপডেট: ০৯:৪০ পিএম, ১৪ মে ২০১৮

---
মোহাম্মদ কাজী রাকিব: বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা এনায়েতুল্লাহ ফয়রাভী বলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ কাঠালিয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার ও নেছারবাগ বায়তুল আমান মসজিদ এর ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের একজন আলেম মাওলানা আবু হানিফাকেই শুধু লাঞ্ছিত করেনি, দুস্কৃতিকারীরা লাঞ্ছিত করেছে দুইশো কোটি মুসলমানকে।

এনায়েতুল্লাহ ফয়রাভী আরও বলেন, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম অপরদিকে মাদ্রাসার শিক্ষক মুসলিম সমাজের একজন আদর্শের প্রতীক। তাকে এভাবে অপমান মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, একজন শিক্ষক অপরদিকে মসজিদের ইমাম এরা হল মানুষ গড়ার কারিগড়। একজন আলেম কে অপমান করা গোটা জাতিকে অপমান করা। একজন মানুষের মাথায় মল-মূত্র ঢেলে দেয়ে বিশ্বসভ্যতার কোথাও নেই । এসব কর্মকাণ্ডে গোটা মুসলিম মিল্লাতকে অপমান করা হয়েছে।

অতিসত্বর ভূমি দস্যু জাহাঙ্গীরসহ সকল দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান আল্লামা এনায়েতুল্লাহ ফয়রাভী।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)