বাদ জোহর পারিবারিক কবরস্থানে মুক্তামনির দাফন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ মে ২০১৮ | আপডেট: ১১:১৯ এএম, ২৩ মে ২০১৮

অবশেষে না ফেরার দেশে মুক্তামনি
রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার দশ বছরের শিশু মুক্তামণি মারা গেছে। বুধবার সকাল ৮টার দিকে কামার বায়সা গ্রামে নিজ বাড়িতে মারা যায় সে।

বুধবার দুপুরে বাদ জোহর বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত কয়েকদিন ধরে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। জ্বরে ভুগছিলো সে। মঙ্গলবার সদর হাসপাতালের চিকিৎসকরা মুক্তামণিকে দেখে চিকিৎসা দেন। কিন্তু রাতে তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে মারা যায় সে।

২০১৭ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হবার পর পরীক্ষায় ধরা পড়ে মুক্তামনির হাতটি রক্তনালীর টিউমারে আক্রান্ত। কয়েক দফা চিকিৎসার পর তার হাতের অতিরিক্ত মাংসপিন্ড অপসারণ করা হয়। দীর্ঘ ৬ মাস চিকিৎসার পর গত ২২শে ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়ি যায় মুক্তামণি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)