গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিবরগুনায় ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৩ মে ২০১৮

‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভাবরগুনায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)