পাথরঘাটায় এক ইলিশের দাম ৬ হাজার ৬৬ টাকা!

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৪ মে ২০১৮

এক ইলিশের দাম ৬ হাজার ৬৬ টাকাপাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৬০৬৬ টাকায় একটি ইলিশ মাছ বিক্রয় হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে রাজু ফিস নামে একটি আড়তে মাছটি বিক্রি করা হয়। মাছটির ওজন ছিল দুই কেজি ২০০ গ্রাম।

রাজু ফিসের আড়তদার আলহাজ মো. খলিলুর রহমান জানান, মোশারেফ মোল্লা নামে এক জেলে বরগুনার নলী চরকগাছিয়া এলাকার বিষখালীতে মাছ ধরতে গেলে তার জালে ইলিশটি ধরা পড়ে। তিনি মাছটি নিয়ে আড়তে এলে পাইকারদের ভিড় জমে যায়। এসময় মাছটির সর্ব্বোচ দাম হাঁকা হয় ১ লাখ দশ হাজার টাকা মণ। এ হিসেবে মাছটির দাম আসে ৬ হাজার ৬৬ টাকা।

খলিলুর রহমান আরও বলেন, ‘এরকম মাছ সাধারণত দেখা যায় না। তবে মাঝে মাঝে দুই-একটা মাছ বাজারে আসে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)