ফাইনালের লক্ষ্যে সাকিবের সম্ভাব্য একাদশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৫ মে ২০১৮

সাকিব আল হাসান
দেখতে দেখেতে আইপিএল সিজন ইলেভেন চলে এসেছে পড়ন্ত বিকেলে। আসরের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা হায়দরাবাদ গ্রুপ পর্বে লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলেও শেষ চার ম্যাচে হেরে দলটা কিছুটা ব্যাকফুটে। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সাকিবদের হায়দরাবাদ মুখোমুখি হবে কার্তিকের কলকাতার বিপক্ষে। ঐতিহ্যবাহী ইডেনে আজ যারা জিতবে তারা হবে ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ারে হারের পরও আজ দ্বিতীয় সুযোগ পাচ্ছে হায়দরবাবাদের দলটি। হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে কলকাতার কোচ জ্যাক ক্যালিস অনেকটা হুমকি দিয়ে রাখলেন হায়দরাবাদকে। তিনি বলেন,‘ এই কেকেআর কখনও হাল ছাড়ে না।’

বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। মাঠে নামার আগে দেখে নেওয়া যাক হায়দরাবাদের খুঁটিনাটি বিষয়াদি।

পিচ এন্ড কন্ডিশন
ইডেনের পিচ বরাবরই র্স্পোটিং। এখানে ভালো লাইন লেন্থে বল করলে বোলাররা যেমন সুবিধা পাবে। ঠিক একই ভাবে সুযোগ আছে ব্যাটসম্যানদের ভালো করার।

পরিবর্তন: কোন সম্ভবনা নেই। শেষের দিকে টানা হারলেও অপরিবর্তীত একাদশ নিয়েই নামবেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন!

হায়দরাবাদের সেরা অলরাউন্ডার
পজিশন
ওপেনিং: ধাওয়ান-গোস্বামী। ওয়ানডাউন:কেন উইলিয়ামসন। মিডল অর্ডার: মনীষ পাণ্ডে-সাকিব আল হাসান ও উইসুফ পাঠান। লোয়ার অর্ডার: কার্লোস ব্রাথওয়েট-রশিদ খান-ভুবনেশ্বর কুমার-কাউল ও সন্দীপ।

সম্ভাব্য সেরা পারফর্মার- রশিদ খান।

হেড টু হেড
ম্যাচ-১৩
কলকাতা নাইট রাইডার্স-৮
সানরাইজার্স হায়দরাবাদ-৫

মাইলফলক
কেন উইলিয়ামসন- আসরের সর্বোচ্চ রানের মালিক তিনি। মাত্র ১৫ রান করলে এক আসরে ৭০০ রান করার রেকর্ড গড়বেন উইলিয়ামসন।
ভুবনেশ্বর কুমার- আইপিএলে এক ফ্রাঞ্চাইজির হয়ে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে হায়দরাবাদের স্ট্রাইক বোলার ভুবির দরকার মাত্র চার উইকেট। এর আগে লাসিথ মালিঙ্গা মুম্বাইয়ের হয়ে ১৫৪ উইকেট একই দলের হয়ে হরভজন সিং শিকার করে ১২৭ উইকেট। কলকাতার সুনিল নারিনের শিকার ১১১ উইকেট।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পাণ্ডে, সাকিব আল হাসান, উইসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাউল, সন্দীপ শর্মা।

যেসব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে-স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)