মঠবাড়িয়ায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ছয় জেলে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৮ মে ২০১৮

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ছয় জেলেসুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের চার দিন পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে রোববার (২৮ মে) ছাড়া পেয়েছেন ছয় জেলে।

অপহৃত জেলেরা হলেন- উপজেলার ক্ষেতাছিড়া জেলে পল্লীর মৃত হাসেম শরীফের ছেলে বাদল শরীফ, তার ছেলে এমরান শরীফ, মৃত. আব্দুল খালেক হাওলাদারের ছেলে হালি হাওলাদার, সাহেব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, কেতাব আলী হাওলাদারের ছেলে মোফাজ্জেল হাওলাদার, মৃত আফজাল মৃধার ছেলে মনির হোসেন মৃধা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মঠবাড়িয়ার ক্ষেতাছিড়া জেলে পল্লীর ছয় জেলে তিনটি ছোট ট্রলারে সুন্দরবন সংলগ্ন ছাপড়াখালী ও চানমিয়াখালীর শ্যাওলা দুধমুখী নদীর পশ্চিম দিকে মাছ ধরতে যান। সকাল ১১টার দিকে একদল জলদস্যু ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)