দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ৩১ মে ২০১৮

হালকা থেকে ভারী বর্ষণ হতে পারেআগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ৭২ ঘন্টায় এই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আজ বৃহস্পতিবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে একথা জানায়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা ও কিশোরগঞ্জ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিট।(সূত্রঃ বাসস)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)