আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

পি এন
পি এন, ক্রীড়া-প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ৩ জুন ২০১৮

মোসাদ্দেক হোসেন সৈকত
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ভারতে বাংলাদেশ দল। স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নিদাহাস ট্রফিতে দলে না থাকলেও এ সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। আফগানিস্তান সিরিজ নিয়ে চাপ নিচ্ছেন না বলে জানিয়েছেন মোসাদ্দেক।

চোখের ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্ট খেললেও এরপরেই বাদ পড়েন তিনি। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

এখন পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মোসাদ্দেক রান করেছনে ৯৯। এর মধ্যে এক ইনিংসে ছিলেন অপরাজিত। বল হাতে উইকেট নিয়েছেন দুটি।

ব্যাট হাতে সাত বা আটে নেমে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের গড়ে তোলা রানের সৌধকে শেষ ছোঁয়া দেয়ার কাজ তার। ব্যাটিংয়ের পাশাপাশি সামর্থ্য রয়েছে বল হাতে অবদান রাখারও। দুই বিভাগেই ভূমিকা রাখার সামর্থ্যই দুশ্চিন্তামুক্ত রাখছে মোসাদ্দেককে। মোসাদ্দেক বলেন, “আত্মবিশ্বাস আছে, আমার সুযোগ বেশি। যেহেতু আমি অলরাউন্ডার। একটা পাশে ভালো না করলে অন্যদিকে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে।”

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)