একসঙ্গে রিয়াজ, নাদিয়া ও নিপুণ

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ৫ জুন ২০১৮

রিয়াজ, নাদিয়া ও নিপুণ
প্রথমবারের মতো একসঙ্গে একই টেলিফিল্মে কাজ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ, মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। এসএ হক অলিকের রচনা ও নিদের্শনায় ‘একটুসখানি প্রেম’ টেলিফিল্মে তারা তিনজন গতকাল কাজ শেষ করেছেন। কমেডি ঘরানার গল্পের এই টেলিফিল্মটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানালেন নির্মাতা এসএ হক অলিক।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘একটুসখানি প্রেম’ একটি কমেডি ঘরানার গল্পের টেলিফিল্ম। নির্দেশক হিসেবে অলিক নিঃসন্দেহে অনেক ভালো একজন নির্দেশক। খুব যত্ন করে তিনি কাজটি নির্মাণ করেছেন এবং আশাকরি দর্শকের ভালোলাগবে। নিপুণ এবং নাদিয়া দু’জনই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন।’

নাদিয়া আহমেদ বলেন, ‘সকাল আহমেদ’র নির্দেশনায় একটি নাটকে আমি রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয় করি। এতো বড় মাপের একজন নায়ক হয়েও তিনি আমার সঙ্গে কতো সাধারণভাবে মিশে শুরুতে অভিনয় করেছিলেন তা ভাবলেই অবাক হই। যথারীতি এই টেলিফিল্মেও তিনি আমাদের দু’জনকেই দারুণ সহযোগিতা করেছেন। নির্মাতা হিসেবে অলিক ভাই চমৎকার একজন নির্মাতা। কমেডি গেেল্পর নাটক হলেও আমি খুব আশাবাদী যে টেলিফিল্মটি দর্শকের অনেক ভালোলাগবে।’

নিপুণ বলেন, ‘খুবই ভালো একটি কাজ হয়েছে। এর আগেও রিয়াজ ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

নাদিয়া ও নিপুণ আলাদাভাবে রিয়াজের সঙ্গে কাজ করলেও এই টেলিফিল্মে প্রথম নাদিয়া নিপুণ একসঙ্গে কাজ করলেন। এবারের ঈদে আর নতুন কোন নাটকের কাজ করবেন না বলে জানিয়েছেন। তবে অলিকেরই নির্দেশনায় আরো একটি নাটকের কাজ করার সম্ভাবনা রয়েছে। চিত্রনায়ক রিয়াজ অলিকের নির্দেশনায় ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। রিয়াজ এরইমধ্যে শেষ করেছেন সকাল আহমেদ’র ‘সমান্তরাল’ নাটকের কাজ। ঈদে সাজ্জাদ সুমন, রাগিব শাহিরয়াওে নাটকে দেখা যাবে। নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’।

এদিকে নাদিয়া আহমেদ’র উপস্থাপনায় নিয়মিত মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে ‘জিরোক্যাল ড্রিংকস অ্যা ডেজার্ট’। রিয়াজের বিপরীতে নিপুণ মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’, দেবাশীষ বিশ্বাসের ‘শুভ বিবাহ’ এবং চাষী নজরুল ইসলামের ‘দুই পুরুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ঈদেও জন্য সাজ্জাদ হোসেন দোদুলের নির্দেশনায় নিপুণ ‘মহব্বত ব্যাপারী টু’ নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)