২৪০ কেজি হরিণের মাংস জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৮ জুন ২০১৮

জব্দ হরিণের মাংস জব্দ২৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৮ জুন) কোস্ট গার্ড সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ সিজি স্টেশান সুপতি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাগেরহাটের শরণখোলার বালেশ্বর নদী এলাকা থেকে ২৪০ কেজি হরিণের মাংস ও একটি কাঠের বোট জব্দ করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও কাঠের বোট সুপতি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মারুফ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)