নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৯ জুন ২০১৮

ফাইল ছবি৯৯৯ নম্বরে ফোন পেয়ে কুমিল্লায় মুরাদনগরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ আব্দুল লতিফ সরকার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৯ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

আব্দুল লতিফ সরকা উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে এমন খবর পেয়ে ওই চেয়ারম্যানের শ্যালক পুলিশের হট লাইন ট্রিপল নাইনে কল করেন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশের এসআই মোজাম্মেলসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চেয়ারম্যান এবং সাবিনা আক্তার নামে এক নারীকে আটক করে।

পরে পুলিশ বাদী হয়ে ২৯০ ধারায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে দু’জনকে আদালতে পাঠায়।

এ বিষয়ে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইয়াসীন গাজী জানান, ট্রিপল নাইনে করা অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারকে নারীসহ আটক করে আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে মুচলেকা দিয়ে জামিন নিয়েছে বলে জেনেছি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)