সর্টসার্কিটে অগ্নিকান্ড, অক্ষত কোরআন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৫ জুলাই ২০১৮

অক্ষত কোরআনঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরের ফুলতলা গ্রামে বিদ্যুতের সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডে সেতাবুল ইসলামের বসতবাড়ি ভষ্মিভুত হলেও অক্ষত আছে শুধু কোরআন শরীফ। এতে তার বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় ও নগদ টাকাসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল আগুনে ভূস্মিভূত হয়। এতে সব কিছু পুড়ে গেলেও পুড়েনি তার বাসার ভিতরে থাকা কোরআন শরীফ খানা।

গত শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার থানা সংলগ্ন ফুলতলা গ্রামে এঘটনা ঘটে। ভষ্মিভুত বাড়িটি মরহুম সাদেকুল ইসলাম শান্তির ছেলে সেতাবুল ইসলাম সজিবের। সজিব বংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি করেন। তিনি ঢাকায় থাকেন।

সজিবের ছোটবোন সিমু আক্তার জানান, সকালে বাড়ীর দরজা বন্ধ করে কলেজে যাই। এ সময় বিদ্যুতের সর্টসার্কিট হয়ে আগুন লেগে সেটি মুহুর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পরে। এসময় স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিকভাবে ফায়ার সাভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

এসময় ঘরের ভেতর আসবাবপত্র, কাপড়, খাদ্যপণ্য ও নগদটাকাসহ অন্তত ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ এবি এম সাজেদুল ইসলাম।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)