বঙ্গোপসাগরের ডুবে যাওয়া ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ১

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ জুলাই ২০১৮

ফাইল ছবিসুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল ১ নামে একটি ট্রলার ডুবে যাওয়ার প্রায় ৩ ঘন্টা পর ১৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলে নিখোঁজ রয়েছে।

নিখোজ জেলে পাথরঘাটা উপজেলার মঠেরখাল গ্রামের মো. আমির হোসেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি পাথরঘাটা নিউজকে বলেন, এফবি তরিকুল ১ ট্রলারটি ডুবে যাওয়ার পর পার্শবর্তী নান্না মাঝির একটি ট্রলার ১৬জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে জেলেরা শারীরিকভাবে অসুস্থ্য রয়েছে। ট্রলার ও এক জেলেকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

তিনি আরও পাথরঘাটা নিউজকে জানান, ফিরে আসার পরে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)