গলাচিপায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৭ জুলাই ২০১৮

ছবিঃ সংগ্রহীতগলাচিপায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার চর আগস্তি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৭জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ইউসুফ চৌকিদার(৩০), জহুরা বেগম (৪০) নামের ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সোহেল চৌকিদার(৩৫), কবির চৌকিদার(৩২), সোহাগ চৌকিদার (২৫) নামের ৩ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, উপজেলার চর আগস্তি গ্রামের রহিম চৌকিদারের সাথে একই গ্রামের সবুজ চৌকিদারের গংদের দীর্ঘ দিন যাবত ৮একর জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিরোধের জের ধরে ওই জমিতে রহিম চৌকিদার ও তার লোকজন চাষাবাদ করতে গেলে সবুজ চৌকিদার গং বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে বাঁধে। সংঘর্ষে সোহেল চৌকিদার(৩৫), কবির চৌকিদার(৩২), সোহাগ চৌকিদার (২৫) ইউসুফ চৌকিদার(৩০), জহুরা বেগম(৪০), খাদিজা বেগম(২৭), নিজাম চৌকিদার(২৫), রহিমা বেগম(২২) সহ ১০জন আহত হয়। এ ব্যাপারে উভয় পক্ষ গলাচিপা থানায় অভিযোগ দাখিল করেছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)