পাথরঘাটায় বাবার ওপর অভিমানে ছেলের আত্মহত্যা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৯ জুলাই ২০১৮

বাবার ওপর অভিমান করে মো. শাওন (২০) নামে এক কিশোর গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এঘটনা ঘটে।

রোববার (২৯ জুলাই) সকালে ঘরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাওনের মরদেহ দেখে পরিবারের লোকজন।

শাওন নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে। সে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিার্থী।

মৃত্যূর কয়েকঘন্টা আগে শাওন ‘বড় ভাই শাওন’ নামে একটি ফেসবুক আইডিতে ইংরেজিতে ‘সবাই আমাকে মাফ করে দাও’ লেখাটি সবশেষ পোষ্ট দেন।

নাচনাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মো. ফরিদ মিয়া জানান, স্থানীয় আলআমিনের ছেলে আরাফাতের সাথে পূর্ব শত্রুতার জের ধরে শাওনের মারামারি হলে শনিবার (২৮ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের উপস্থিতিতে মিমাংসা করে দেয়া হয়। পরে জালাল হাওলাদারকে তার ছেলে শাওনকে শোধরানোর জন্য বাড়িতে নিয়ে যেতে বলা হয়। ওই সময় কয়েকশ লোকের উপস্থিতে জালাল হাওলাদার শাওনকে চর-থাপ্পর দেয়ার জন্য উদ্ব্যত হলে শাওন দ্রুত স্থান ত্যাগ করে।
ফেসবুক আইডিতে লেখাটি সবশেষ পোষ্ট দেন।
তিনি আরও বলেন, স্থানীয় কথিত মতে শাওন তার বাবার সাথে অভিমান করে আত্নহত্যা করতে পারে।

শাওনের বাবা জালাল হাওলাদার মোবাইল ফোনে পাথরঘাটা নিউজকে বলেন, ওরে আমি মারধর করিনি। কি কারনে শাওন আত্নহত্যা করেছে তা আমি জানিনা।

এব্যাপরে পাথরঘাটা থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ পাথরঘাটা নিউজকে বলেন, ঘটনাটি আমরা শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)