বরিশালে যাত্রী বোঝাই এমভি কামাল খান লঞ্চে অগ্নিকান্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:২২ পিএম, ২ মার্চ ২০১৮ | আপডেট: ০৪:১০ এএম, ৩ মার্চ ২০১৮

---অনলাইন ডেস্কঃ
বরিশাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকা সদর ঘাটের উদ্দেশে যাওয়ার পূর্ব মূহূর্তে এমভি কামাল খান ১ নামক লঞ্চে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ওই কক্ষের টেলিভিশন ও বিছানার শোষকসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- সন্ধ্যার দিকে বেশকিছু যাত্রী ওঠার পরে লঞ্চটির ৩১৭ নম্বর কেবিনে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করে। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চ কর্তৃপক্ষ জেনারেটর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানিয়েছেন, পুলিশ প্রাথমিকভাকে ধারনা করছে- কেবিনের বৈদ্যুতিক পাখায় শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। ওই অগ্নিকান্ডে তেমন কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র একটি বৈদ্যুতিক পাখা ও বিছানার তোষক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানিয়েছেন- তেমন কোন ক্ষতি না হওয়া লঞ্চটি ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)