শাকিব খানের যত নায়িকা

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১১ আগস্ট ২০১৮

শাকিব খানের যত নায়িকাঢাকাই চলচ্চিত্রের কিং বলা হয় তাকে। দীর্ঘ দিনের চলচ্চিত্র ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপার হিট ছবি। যিনি বর্তমানে চলচ্চিত্র পরিচালক, প্রযোজকদের আস্থার নাম। হুম নাম্বার ওয়ান শাকিব খানের কথাই বলছি। লম্বা চলচ্চিত্র জীবনে দেশে ও দেশের বাইরে অনেক নায়িকা সঙ্গেই অভিনয় করেছেন শাকিব খান। তবে এর মধ্যে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গেই সর্বাধিক জুটি বেধে অভিনয় করেছেন তিনি। এরপরের স্থানেই আছে নায়িকা শবনম বুবলী।

এখন পর্যন্ত ৫৩ জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাকিব। অনেক নায়িকাই আছে যারা শাকিবের হাত ধরেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

পাঠকদের জন্য নিচে শাকিব খানের নায়িকাদের নাম ও প্রথম চলচ্চিত্রের নাম দেয়া হলো।

১. ইরিন জামান (অনন্ত ভালোবাসা)
২. কারিশমা শেখ (সবাইতো সুখী হতে চায়)
৩. পপি (দুজন দুজনার)
৪. পুর্ণিমা (আজকের দাপট)
৫. মুনমুন (জানের জান)
৬. শাবনূর (গোলাম)
৭. ময়ূরী (পাল্টা হামলা)
৮. রচনা ব্যানার্জী (ওরা দালাল)
৯. কেয়া (সাহসী মানুষ চাই)
১০. সাহারা (রুখে দাঁড়াও)
১১. সাথী (বড় মালিক)
১২. তামান্না (হিম্মত)
১৩. বৈশাখী (ব্যাড সন)
১৪. শাকিবা (দুর্ধর্ষ)
১৫. শিমলা (ঠেকাও মাস্তান)
১৬. একা (বাহাদুর সন্তান)
১৭. পলি (জাত শত্রু)
১৮. অপু বিশ্বাস (কোটি টাকার কাবিন)
১৯. নিপুণ (পিতার আসন)
২০. নেহা (দুই নাম্বার)
২১. রত্না (পরেনা চোখের পলক)
২২. জনা (জন্ম)
২৩. নদী (খুনি শিকদার)
২৪. উপমা (সমাজের শত্রু)
২৫. রোমানা (বিয়ে বাড়ি)
২৬. মৌসুমী (তুই যদি আমার হইতি রে)
২৭. শুভেচ্ছা (এক বুক জ্বালা)
২৮. নীরা (হিংস্র মানব)
২৯. রেসি (চেহারা)
৩০. স্বস্তিকা (সবার উপরে তুমি)
৩১. মীম (আমার প্রাণের প্রিয়া)
৩২. শখ (বল না তুমি আমার)
৩৩. মিমো (কিং খান)
৩৪. তমা মীর্জা (একবার বল ভালোবাসি)
৩৫. তিন্নি (সে আমার মন কেড়েছে)
৩৬. মুক্তি (জোর করে ভালোবাসা হয় না)
৩৭. মাহিয়া মাহি (ভালোবাসা আজকাল)
৩৮. জয়া আহসান (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী)
৩৯. ববি হক (ফুল অ্যান্ড ফাইনাল)
৪০. আঁচল (ফাঁদ)
৪১. বিন্দু (এইতো প্রেম)
৪২. অহনা (দুই পৃথিবী)
৪৩. পরিমণি (আরো ভালবাসবো তোমায়)
৪৪. মৌসুমি হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২)
৪৫. তিশা (মেন্টাল)
৪৬. শ্রাবন্তি চ্যাট্টার্জী (শিকারি)
৪৮. শবনম বুবলি (বসগিরি)
৪৯. পাওলি দাম (সত্তা)
৫০. শুভশ্রী গাঙ্গুলী (নবাব)
৫১. পায়েল মল্লিক (ভাইজান)
৫২. নুসরাত জাহান (নেকাব)
৫৩. সায়ন্তিকা ব্যানার্জী (নেকাব)

উল্লেখ্য, শাকিব খানের সহ শিল্পী হিসেবে আরও অনেক নায়িকারা অভিনয় করেছেন।(সংগ্রহীত)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)