শীর্ষে জোহানসন, বাকিদের আয় কত?

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৩১ আগস্ট ২০১৮

শীর্ষে জোহানসন, বাকিদের আয় কত?
বিশ্ব কাঁপানো অভিনেতা-অভিনেত্রী, বিশেষ করে হলিউডের যারা, তাদের বার্ষিক আয়ের নমুনা দেখলে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য।
বলিউডের অনেকেও এগিয়ে থাকেন এই দৌঁড়ে।
ফোর্বস, আমেরিকান ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন, প্রতিবছরই জানিয়ে দেয় হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা-অভিনেত্রীদের তালিকা।
এবারও ব্যতিক্রম হয়নি।
জানিয়েছে বার্ষিক হিসাব, ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ১ জুন পর্যন্ত।

স্কারলেট জোহানসন
এই হিসাবে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে নাম এসেছে যার, তিনি স্কারলেট জোহানসন।
‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিনেমায় যিনি পৃথিবীকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
স্কারলেট গত এক বছরে আয় করেছেন ৪ কোটি ৫ লাখ ডলার।
বাংলাদেশী টাকার হিসাবে যা তিনশো বত্রিশ কোটিরও বেশি।
ভড়কে গেলেন তো?
৩৩ পেরুনো এই সফল অভিনেত্রী অভিনয় করেছেন- ‘দ্য আইল্যান্ড’, ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’, ‘আয়রন ম্যান ২’, ‘অ্যাভেঞ্জার্স’ সহ আলোচিত পঞ্চাশেরও বেশি সিনেমায়।

অ্যাঞ্জেলিনা জোলি
পারিশ্রমিকের দিক থেকে এরপরেই আছেন অ্যাঞ্জেলিনা জোলি।
বয়স ৪৩-এ পৌঁছে গেলেও গত এক বছরে তার আয় ২ কোটি ৮০ লাখ ডলার।
তিন নম্বরে আছেন জেনিফার অ্যানিস্টন।
নব্বই দশকের সিটকম ‘ফ্রেন্ডস’-এর জন্যে এখনও সম্মানী পান তিনি।
তার বয়স পঞ্চাশের কোটায়।
গত এক বছরে আয় করেছেন ১ কোটি ৯৫ লাখ ডলার।

জেনিফার লরেন্স
ফোর্বস-এর এই তালিকার ঠিক চার নম্বরেই অবস্থান করছেন ‘এক্স-মেন’ এর অভিনেত্রী জেনিফার লরেন্স।
বয়স এখনও ত্রিশে পৌঁছেনি।
আয় করেছেন ১ কোটি ৮০ লাখ ডলার।
পারিশ্রমিকের হিসাবে এরপরেই স্থান পেয়েছেন রিস উইদারস্পুন।
চল্লিশ পেরিয়েছে বয়স কেবল।
তার আয় ১ কোটি ৬৫ লাখ ডলার।

রিস উইদারস্পুন
একনজরে দেখে নেয়া যাক প্রথম দশজনের নাম এবং আয়ের পরিমানঃ
স্কারলেট জোহানসন (৪ কোটি ৫ লাখ ডলার)
অ্যাঞ্জেলিনা জোলি (২ কোটি ৮০ লাখ ডলার)
জেনিফার অ্যানিস্টন (১ কোটি ৯৫ লাখ ডলার)
জেনিফার লরেন্স (১ কোটি ৮০ লাখ ডলার)
রিস উইদারস্পুন (১ কোটি ৬৫ লাখ ডলার)
মিলা কুনিস (১ কোটি ৬০ লাখ ডলার)
জুলিয়া রবার্টস (১ কোটি ৩০ লাখ ডলার)
কেট ব্ল্যানচেট (১ কোটি ২৫ লাখ ডলার)
মেলিসা ম্যাককার্থি (১ কোটি ২০ লাখ ডলার)
গল গ্যাডট (১ কোটি ডলার)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)