আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৮

ছবিঃ সংগ্রহীতবরিশালের আগৈলঝাড়ায় অভিভাবকদের সন্তানদের শিক্ষা বিষয়ে করণীয় ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মহাদেব বসু, ম্যানেজিং কমিটির সদস্য সরদার হারুন রানা, নিমাই চন্দ্র দাস, সন্ধ্যা রানী হালদার, অভিভাবক মোঃ ফারুক আকন, মেঘা বৈরাগী, আব্দুল সালাম হাওলাদার প্রমুখ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রতি তাদের অভিভাবকদের সকল বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)