তালতলীতে খাদ্যে ইউরিয়া সার মিশিয়ে বিক্রি, বিক্রেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮

আটক জাকির হোসেনতালতলীতে শিশুদের খাদ্যে ইউরিয়া সার মিশিয়ে বিক্রির দায়ে জাকির হোসেন নামের এক প্রতারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শানুর বাজারের মুদি দোকান থেকে তাকে আটক করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শানুর বাজারে প্রতারক জাকিরের মুদি মনোহরি দোকান জাকির স্টোর থেকে পার্শ্ববর্তী এলাকার রবিন্দ্রনাথ মিস্ত্রী বিশ্বকর্মা পূজার জন্য ১২০ টাকা দরে এক কেজি সাগু ক্রয় করেন। বাড়িতে গিয়ে দেখে সাগুর সঙ্গে ইউরিয়া (সাদা) সার মিশানো। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপারটিতে শানুর বাজারে তোলপার হলে ঘটনাস্থলে পুলিশ এসে হাতেনাতে ধরে ফেলে জাকিরকে। পুলিশের নির্দেশনা মোতাবেক ওই ইউরিয়া সার ধান ক্ষেতে ফেলতে গিয়ে জাকির পালিয়ে যায়। পরে জাকিরের বিরুদ্ধে থানায় মামলা হলে পুলিশ সোমবার রাতে জাকিরকে আটক করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, জাকিরের বিরুদ্ধে খাদ্যে ভেজালের দায়ে ভুক্তভোগী বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। পুলিশ প্রতারক জাকিরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)