পাথরঘাটায় বিএনপি-জামাতের ৮ নেতার বিরুদ্ধে মামলা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পাথরঘাটায় বিএনপি-জামাতের ৮ নেতার বিরুদ্ধে মামলাবরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামাতের ৮নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা থানায় উপপরিদর্শক (এস.আই) সৈয়দ মোজাম্মেল হক বাদি হয়ে এ মামলাটি করেন।

মামলার আসামীরা হলেন, পাথরঘাটা পৌর বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি এসমে শিকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. লিটন আহমেদ, উপজেলা জামাতের নেতা মো. সেলিম, পৌর ছাত্রদলের সভাপতি হাসান আল বকর মেছাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাকী বিল্লাহ ফরাজী, মো. আফরোজ ও কাকচিড়া ইউনিয়ন সাংগঠনিক থানার সাধারণ সম্পাদক মিরাজ পহলান।

মামলার বিবরণে জানা যায়, ১৯ সেপ্টে¤¦র বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার হাতেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপনে পরিকল্পনা ও স্থানীয় পর্যায় বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক এবং নাশকতামুলক কাজ করে আসামীরা। ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশি করে বিস্ফোরকসহ বিস্ফোরণ ঘটানোর সরঞ্জামাদি উদ্ধার করে।

এ ব্যপারে পাথরঘাটা থানা ওসি মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, মামলাটি তদন্ত চলছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)