আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি ১৬ অক্টোবার

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আর্জেন্টিনা, ব্রাজিল
অক্টোবরে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে।

২৩ সদস্যের দলটিতে চমকের কমতি নেই। তিন নতুনের জায়গা পাওয়ার বিপরীতে বাদ পড়েছেন থিয়াগো সিলভা ও উইলিয়ানের মতো দলের নিয়মিত মুখ।

বার্সেলোনা উইঙ্গার ম্যালকম প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিল দলে। ২১ বছর বয়সী উইঙ্গার সুযোগ পেলেও কপাল পুড়েছে সিলভা ও উইলিয়ানের। তিতে কোচ হওয়ার পর শুধু স্কোয়াড নয়, একাদশে প্রায় নিয়মিত খেলা এই দুই তারকার বাদ পড়াটা অবাক করার মতোই।
আর্জেন্টিনা &  ব্রাজিল
১৬ অক্টোবর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার তিন দিন আগে স্বাগতিক সৌদি আরবের মোকাবিলা করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

সামনের মাসের এই দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন তিতে।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:
আলিসন, এদেরসন, ফিলিপে; ডিফেন্ডার: দানিলো, ফাবিনিয়ো, মার্সেলো, মারকিনুস, মিরান্দা, এদের মিলিতাও, পাবলো, আলেক্স সান্দ্রো;

মিডফিল্ডার:
আর্থার, রেনাতো অগাস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফ্রেদ, ম্যালকম, রিচার্লিসন, ওয়ালেস;

ফরোয়ার্ড:
এভারতন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)