২০ কেজি জাটকাসহ জাল-নৌকা জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৪ অক্টোবর ২০১৮

২০ কেজি জাটকাসহ জাল-নৌকা জব্দঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল, চারটি মাছ ধরার নৌকা ও প্রায় ২০ কেজি মা ইলিশ জব্দ করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়া ও মৎস্য বিভাগ। শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা রাতে এসব জব্দ করা হয়।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ করা জালগুলো ঝালকাঠি রকেটঘাটে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দকৃত মা ইলিশগুলো লঞ্জঘাটের একটি এতিম খানায় এতিমদের খাওয়ার জন্য দেওয়া হয়েছে। এ সময় চারটি মাছ ধরার নৌকা ভেঙে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়া জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরছিলো। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগকে সাথে নিয়ে অভিযান চালিয়ে, স্থানীয়দের সহযোগিতায় সুগন্ধা নদীর কিস্তাকাঠি এলাকা ও গাফখানের মোহনা থেকে এদেরকে ধাওয়া করলে নৌকা ফেলে পালিয়ে যায়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)