১৭ জেলের জেল জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

আটক ১২ জেলেনিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর থেকে ছয়জন ও চরফ্যাশন উপজেলা থেকে ১৩ জনকে ১০ কেজি মা ইলিশ ও তিন হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, সকালে মা ইলিশ শিকার সময় ইলিশা মেঘনা নদীতে থেকে ছয়জনকে আটক করা হয়। এ ছাড়া চরফ্যাশনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৩ জনকে আটক করা হয়।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক পৃথকভাবে ১৭ জনকে এক বছর করে কারাদণ্ড ও দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)