পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০১৮

---বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনব্যাপি পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) কর্মপরিকল্পনা ও ইউনিসেফের লোকাল গর্ভন্যান্স ফর চিলড্রেনের (এলজিসি) প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও ইউনিসেফের প্রোগ্রাম অফিসার আবদুল জলিল উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ ও শিশুর অধিকারের আইনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)