বরগুনাঃ-২ রিমন নিজের জন্মদিনে নৌকার মনোনয়ন পেলেন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

শওকত হাচানুর রহমান রিমনআজ ২৫ নভেম্বর বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের জন্মদিন। আর এই শুভ জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চিঠি হাতে পেলেন তিনি।

রবিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নৌকা প্রতীকে ৩য় বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পত্র হাতে পান তিনি।

গত ৯ নভেম্বর শুক্রবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। এ মনোনয়নপত্র বিক্রয় ও জমা চলে ১৩ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। বরগুনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রায় ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। অনেক জল্পনা কল্পনার ও বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগের অবসান ঘটিয়ে আজ রবিবার সকালে ৩য় বারের মতো দলীয় মনোনয়ন হাতে পান শওকত হাচানুর রহমান রিমন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায়র পর শওকত হাচানুর রহমান রিমন সাংবাদিকদের জানান, জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বার আমাকে মনোনয়ন দিয়ে বরগুনা-২ আসনের জনগনকে সেবা করার সুযোগ দিয়েছেন। সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে সবার সহযোগীতা ও ভালোবাসা নিয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় এ আসনটি উপহার দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)