বরগুনায় বিএনপি থেকে মনোনয়ন পেলেন মতিউর রহমান ও মনি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

নুরুল ইসলাম মনি ও নজরুল ইসলাম মোল্লাচলছে বিএনপির চূড়ান্ত মনোনয়ন চিঠি দেয়ার কাজ। সোমবার দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুটি আসনে বেগম খালেদা জিয়াকে মনোনয়ন চিঠি দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। এরপর বিভাগ ভিত্তিক বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে চিঠি দেয়া হয়।

এসময় বরগুনা-১ আসনের নুরুল ইসলাম মনি ও বরগুনা-২ আসনে মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এ দু’জনকে বরগুনায় মনোনয়ন দেয়া হয়েছে।

বরগুনা-১

মতিউর রহমান তালুকদার
মতিউর রহমান তালুকদার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

নজরুল ইসলাম মোল্লা
নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির সভাপতি।

বরগুনা-২

নুরুল ইসলাম মনি
নুরুল ইসলাম মনির বাড়ি পাথরঘাটার নাঁচনা পাড়া ইউনিয়নে। তিনি ১৯৯১ সালে প্রথমে স্বতন্ত্র হিসেবে বরগুনা-২ আসন থেকে নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে বরগুনা-২ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেলেও ইসলামী ঐক্যজোট (মিনার) এর প্রার্থী গোলাম সরওয়ার হিরুর কাছে পরাজয় বরণ করেন। পরে ২০০১ সালে ফের ওই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি রাজনীতির বাইরে ছিলেন। গত ছয় মাস ধরে তিনি আবারও সরব হন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)