অশ্লীল ভিডিও তৈরি করে টাকা দাবি করায় বরগুনা থেকে যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:০৬ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮

গ্রেফতারফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলে প্রতারিত হয়েছেন ইসলামী ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম। এ অভিযোগে তিনি রাজধানীর রমনা থানায় একটি মামলাও করেছেন।

ওই যুবক খালি গায়ে থাকা ওই কর্মকর্তার একটি ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে। গভীর রাতে মাইশা মাদিহা নামে ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে তাকে ভিডিও কল করা হয়। এর পর এক লাখ টাকা চাঁদা চান।

অভিযোগ পেয়ে ডিএমপির সাইবার ইউনিট বরগুনার আমতলী থেকে ওই যুবককে গ্রেফতার করে। তার নাম মুহিবুল্লাহ। বুধবার তাকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

নিজের পদবি গোপন করে ইসলামী ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম রমনা থানায় অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে কাজী নুরুল ইসলামের সঙ্গে কথা বলতে তার মোবাইল নম্বরে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বিষয়টি স্বীকার করে বুধবার যুগান্তরকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমতলী থেকে মুহিবুল্লাহ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।(সূত্রঃ যুগান্তর)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৬ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)