‘বাংলাদেশের ছেলে’ আসিফ

মুনা জাহান
মুনা জাহান, বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮

ছবিঃ সংগ্রহীতদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। গেয়েছেন বিভিন্ন ঘরনার গান। গানের রাজ্যে নিজের রাজত্ব ধরে রেখেছেন বাংলা গানের এই যুবরাজ। আর ধারাবাহিক এই গান প্রকাশনার ফলে স্বস্তি ফিরেছে আসিফ ভক্তদের মাঝেও।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনা পারিশ্রমিকে আসিফ গাইলেন দেশের একটি নতুন গান । গানের শিরোনাম ‘বাংলাদেশের ছেলে।’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

তরুন মুন্সীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। ২০ ফেব্রুয়ারি ডিএমএস এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, এর আগেও আমি দেশের গান করেছি, তবে এবারের দেশের গানটি নিয়ে আমি খুব উত্তেজিত। কেননা, এবারের গানটি উৎসর্গ করছি দেশের সকল মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের। মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটা স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র পেয়েছি আর ভাষা শহীদদের জন্য পেয়েছি মাতৃভাষা। যে ভাষায় কথা বলি , গান গাই। আশা করছি আসিফিয়ান সহ সকল শ্রেতাদের গানটি ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে যানা যায়, ইউটিউবের পাশাপাশি গানটি শোনা যাবে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে। (সূত্রঃ কালের কন্ঠ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)