মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৫ ডিসেম্বর ২০১৮

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানদলের মনোনয়ন না পেয়ে পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। দলের সভানেত্রীর অনুরোধ অমান্য করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমানকে সমর্থন করার দায়ে তার ভাই রিয়াজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এমদাদুল হক খান, মো. আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দলের এক বর্ধিত সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রাতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কারণ জানানো হয়। বহিষ্কারের বিষয়ে আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেন, তাকে অগণতান্ত্রিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)