বামনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ অক্টোবর বরগুনার তালতলী উপজেলায় সফরকালে বামনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি শুভ উদ্ভোধন ঘোষণা করেন। বৈদ্যুতিক সংযোগ না পাওয়ার কারণে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এটি চালু করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক সংযোগ পাওয়ার পরে ফায়ার সার্ভিস স্টেশনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্মা শিউলী হরি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বরগুনা জেলা কর্মকর্তা মো. সোহেল রানা, বামনা প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, বামনা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবুল কালাম হাওলাদার, ঠিকাদার আবু সালেহ নান্টু প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়ার সার্ভিসের নিজস্ব গাড়িতে করে উপজেলার বিভিন্ন সড়কে ফায়ার মহড়া প্রদর্শন করে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)