ভাইস-চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহাগঃ পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারী ২০১৯

হাফিজুর রহমান সোহাগ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ। তিনি দলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় করে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তার প্রচারনায় এলাকার জনগণের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্লিন ইমেজের নেতা হিসেবে এরমধ্যেই তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

পাথরঘাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রুহুল আমিন মুন্সির ছোট ছেলে
হাফিজুর রহমান সোহাগ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেন। এবং “ল” পাশ করেন।

ক্লিন ইমেজের ছাত্রনেতা সোহাগ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজের তরুন নেতাদের নিয়ে সরকার গঠন করেছেন। তাঁর এই পদক্ষেপে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি আওয়ামী লীগের থেকে সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আশাবাদী। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিপদে আপদে ও যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে তা সমাধানের চেষ্টা করেছি। সঙ্গত কারনেই তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালবাসা এবং দোয়া রয়েছে আমার প্রতি। আমি আশা করি সকলের দোয়া ও সমর্থন যদি থাকে তাহলে আমার বিশ্বাস পাথরঘাটা উপজেলার সর্বস্তরের জনগন বিপুল ভোটে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)