পাথররঘাটায় হরিনের মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫২ এএম, ৭ ফেব্রুয়ারী ২০১৯ | আপডেট: ০৪:০০ পিএম, ৭ ফেব্রুয়ারী ২০১৯

পাথররঘাটা হরিনের মাথাসহ আটক
পাথরঘাটা প্রতিনিধিঃ
সুন্দরবনের পক্ষীদিয়া থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি চামড়া, ১টি মাথাসহ ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ মাংস জব্দ করেন তারা।
পাথররঘাটা হরিনের মাথাসহ ৪০ কেজি মাংস জব্দ

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি একদল শিকারীরা হরিন শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদের বিত্তিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়ায় অভিযান চালালে শিকারীরা টের পেয়ে হরিণের মাংস রেখে পালিয়ে যায়। তখন তল্লাশী করে ৪০কেজি হরিণের মাংস পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্বব হয়নি।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকরর্তা মো. হুমায়ূন কবির এর নির্দেশে জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে পাটির নিচে পুতে ফেলা হয় এবং চামরা দুটি শুকিয়ে সংরক্ষন করা হবে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)