বাগেরহাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:০৪ পিএম, ২২ মার্চ ২০১৮

ফাইল ছবি অনলাইন ডেস্কঃ
বাগেরহাটে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা বাঘটিকে মেরে আজ বৃহস্পতিবার সকালে শহরের হরিণখানা এলাকায় কারিগরি কলেজের সামনের কালভার্টের ওপর ফেলে রেখে যায়। এদিকে, খবর পেয়ে বনবিভাগ বাঘের মরদেহটি উদ্ধার করে মাটিচাপা দিয়েছে।

প্রতক্ষ্যদর্শী রিকশা চালক মুকুল শেখ বলেন, সকাল ১০টার দিকে যাত্রী নিয়ে পিসি কলেজের দিকে যাচ্ছিলাম। কারিগরি কলেজের সামনে গেলে দেখা যায় তিন থেকে চার যুবক মাঘের মরদেহটি কালভার্টের ওপর ফেলে দ্রুত পালিয়ে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মেছো বাঘকে মেরে কালভার্টের ওপর ফেলে রেখে গেছে। পরে বাঘের মরদেহটি উদ্ধার করে কালভার্টের নিচে খালের পাশে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কে বা কারা বাঘটিকে হত্যা করেছে তা জানা যায়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)