পাথরঘাটায় গাজাসহ যুবক আটক
বরগুনার পাথরঘাটায় ১ কেজি ৪শ গ্রাম গাজাসহ আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল আমিন কালমেঘা ইউনিয়নের আমড়াতলা এলাকার খলিল পহলান এর ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফট্যানান্ট সাকিব মেহেবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্যেশ্যে মাদ নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশতলা এলাকায় অভিযান চালিয়ে আল আমিন নামের এক ব্যাক্তিকে তল্লাশী করে ১ কেজি ৪শ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)