পাথরঘাটায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৮ মার্চ ২০২৪

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ। এসময় প্রত্যেক ব্যাবসায়ী ও ঘর মালিকদের হাতে নগদ ৫ হাজার টাকা করে ২১ জনকে ১লাখ ৫ হাজার টাকা তুলে দেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম রোড়ে ব্যাবসায়ীদের হাতে টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান আকন, পাথরঘাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন সোহাগ, বরগুনা জেলা যুবলীগ নেতা মো. সোহেল পহলান, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান হৃদয়, কালমেঘা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হারুন আর রশিদ, সেচ্ছাসেবকলীগ নেতা লাবু কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল ৭টার দিকে পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম রোড়ের ইদ্রিসের হোটেলের গ্রাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুতেই ছরিয়ে পরলে ফায়ার সাভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় আগুনে হোটেল ব্যাবসায়ী ইদ্রিসের মুখ ও হাত আগুনে জ¦লসে যায়। এতে মোট ১২টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)