যে কারণে স্বাধীনতা দিবসের কনসার্টে অনুপস্থিত মমতাজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৭ মার্চ ২০১৮

মমতাজ/ফাইল ছবিঅনলাইন ডেস্কঃ
যানজটের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকতে পারেননি কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ।

সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় নিশান উড়ছে ওই’ কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মমতাজ। অধীর হয়ে অপেক্ষা করছিলেন শ্রোতারা। উপস্থাপক রোকেয়া প্রাচী বারবার মাইক্রোফোনে শ্রোতাদের আশ্বস্তও করেছিলেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত মমতাজ অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি।

পরে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকার বাইরে গেছেন। তিনি প্রচণ্ড যানজটে এখনও বহুদূরে আটকে আছেন। চিরকুটের শিল্পীরা আরও দুটি গান শোনাবে। সেই গানের মধ্য দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।

কনসার্টটিতে সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, তিমির নন্দী, রথীন্দ্রনাথ রায়, আবু বকর সিদ্দিক, দিতি সরকার, চন্দনা মজুমদার, পারভেজ, ব্যান্ডদল চিরকুটের শারমিন সুলতানা সুমি। সূত্র: জাগো নিউজ

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)